জনপ্রিয়

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার চক-মোহাম্মাদালীপুর কাজীমহল্লা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু মুছা (বিডিআর) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘ ৪ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার রাত ১০টার দিকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টায় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী’র নেতৃত্বে একটি চৌকশ পুলিশ টিম গার্ডঅব অনার প্রদান করেন। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা জাহান আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন