জনপ্রিয়

দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ধান ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে গোলাম রসুল (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক উপজেলার চাঁদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও নিহতের চাচা আবুল কাশেম জানান, ইঁদুরের অত্যাচার রক্ষায় বাড়ির পাশের নিজের ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদপাতে গোলাম রসুল। রবিবার ধান ক্ষেতে ফসল দেখতে যায় সে। পরে দীর্ঘ সময় পার হওয়ার পর বাড়িতে না এলে খোঁজাখুজি শুরু করে। এসময় পাশদিয়ে যাওয়ার সময় এক কৃষক তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু