জনপ্রিয়

চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আংশিক সংশোধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদদাতা-ফাহমিদা ফিরোজ

চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা এবং শিক্ষাপন্জ্ঞির আংশিক সংশোধন করা হয়েছে এমনটাই জানা গেছে গতকাল এক শিক্ষাপ্রতিষ্ঠানের কতৃপক্ষের সঙ্গে কথা বলে। যার ফলে পবিত্র রমজানের প্রথম ১০দিন পর্যন্ত খোলা থাকবে দেশের সব সরকারি – বেসরকারি প্রাথমিক প্রতিষ্ঠানগুলো।আর অন্যদিকে ১৫ই রমজান পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষা – প্রতিষ্ঠান গুলো। শিক্ষা – প্রতিষ্ঠানের কতৃপক্ষের কাছ থেকে জানা যায় যে,কিছু দিন আগে এ-ই সংক্রান্ত তথ্যটি পৃথক অফিস আদেশ জারি করেন দুই মন্ত্রণালয়ের থেকে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়,চলতি বছরের শিক্ষাবর্ষের ছুটির তালিকা এবং শিক্ষাপন্জ্ঞি আংশিক সংশোধন করে রমজানের প্রথম ১০দিন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান করা হবে। তারা আরও জানান যে, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরনের জন্য বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করে রমজানের প্রথম ১০দিন পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রণালয়। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী জানা যায়, চলতি শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপন্জ্ঞি আংশিক সংশোধনক্রমে আগামী ১১ই মার্চ থেকে ২৫তারিখ পর্যন্ত সরকারি – বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমুহের শ্রেণির কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশ দেয়। আরও জানা গেছে, ছুটির তালিকা অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে মার্চ মাসের ১১তারিখ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। নতুন স্বিদ্ধান্তের ফলে ১১ই মার্চ থেকে ২৫ই মার্চ পর্যন্ত শ্রেণির কার্যক্রম চালু থাকবে।

(সাক্ষাতকার : হরিপুর আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন)

  • সাক্ষাতকার :হরিপুর আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন।