খুলনা জেলা প্রতিনিধি: কাজী রায়হান তানভীর
পাইকগাছার গড়ইখালী ইউপি’র কানাখালী রাধা গোবিন্দ মন্দির চত্তরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন , খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল।
ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলায় কৃষির বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উক্ত কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার দুপুরে গড়ুইখালীর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠেয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কৃষিবিদ ড. ফেরদৌস, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।
এসময়ে আরো বক্তব্য রাখেন, আ,লীগ নেতা এসএম আয়ুব আলী, গাজী মিজান, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ইউপি সদস্য সরৎ চন্দ্র মন্ডল, আয়ুব আলী সরদার, আক্তার হোসেন গাইন, আব্দুল মোমিন, রমেশ চন্দ্র বর্মণ, নাছিমা আক্তার, গাউস সরদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, আবুল কালাম আজাদ, আতাউল্লাহ, ফয়সাল আলম, আকরাম হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, সুব্রত দত্ত, এনামুল হক, তাপস সরকার, সুমিত দেবনাথ, মুনিয়া রুবাইয়া, মফিজুল ইসলাম, শামীম আফজাল, দেবদাশ, নাহিদ মল্লিক, সরাজ উদ্দীন, মৃণাল, ময়না বেগম, কৃষক বিজয় কৃষ্ণ রায়, জ্যোতিকা রায়, মলয় মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, স্বেচ্ছাসেবক লীগনেতা রাজিকুজ্জামান সুমন, মৎস্যজীবী লীগনেতা হামিম সানা, ছাত্রলীগনেতা আরিফ আহম্মেদ জয় ও ফয়সাল আলম প্রমুখ।