বাংলা মানে
কবি: হুসাইন আহমাদ
বাংলা মানে কিষান ফলায় মাঠ ভরা ফসল।
বাংলা মনে রাখাল ছেলের আড় বাশির ওই সুর,
বাংলা মানে বিল বাওড় আর পুকুর ভরা মাছ,
বাংলা মানে ভোর হলে ঐ মোয়াজ্জিনের ডাক।
বাংলা মানে ঘুম ভাঙ্গে মোর আজান শুনে রোজ,
বাংলা মানে বোন ভরা ঐ নানা ফুলের ঘ্রাণ।
বাংলা মানে গাছের ডালে সিঁদুর রাঙা আম,
বাংলা মানে গাছে- গাছে নানা পাখির গান।
বাংলা মানে সবুজে ঘেরা মাঝখানেতে লাল,
বাংলা মানে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পথ।
বাংলা মানে একাত্তরের বিজয়ের সুর গান,
বাংলা মানে ভালোবাসা বাংলাই আমার প্রাণ।