জনপ্রিয়

কবিতা: দূরত্ব

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago
কবি-মুরাদ আল হাসান

দূরত্ব

কবি-মুরাদ আল হাসান

সম্পর্ক পুরনো হয় কথারা ফুরিয়ে আসে দূরত্বরা আরো দূরত্ব বাড়ায়,

গুরুত্ব কমতে শুরু করে নানান ব্যস্ততা বেড়ে যায়,

এক সময়কার ভালোলাগা গুলো বদলে যায় খারাপ লাগায়,

বেহিসেবী রঙিন স্বপ্নগুলোও কোথায় যেন হারিয়ে যায়,

আর এভাবেই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় মিথ্যা মায়া আর ভালোবাসায় আবদ্ধ করা একটা সম্পর্ক।

যে সম্পর্ক যেতে যেতে নিয়ে যায় অনেক কিছু,

আর রেখে যায় কিছু অমলিন প্রিয় স্মৃতি,

যে স্মৃতি কেড়ে নেয় সবটুকু ভালো থাকা,

কেড়ে নেয় বেঁচে থাকার ইচ্ছে কেড়ে নেয় জীবনী শক্তিটুকু।

  • কবি-মুরাদ আল হাসান
  • দূরত্ব