জনপ্রিয়

ঐতিহ্য বলিখেলার ১১৫তম আসর বসবে ২৫শে এপ্রিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ: ১৯০৯ সাল থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিময়ের মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে আবদুল জব্বার সওদাগর প্রবর্তন করেন জব্বারের বলিখেলা। আর সে অনুযায়ী আয়োজন করা হয় ঐতিহ্য জব্বারের বলিখেলা।আর সেই চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং অহংকারের আবদুল জব্বারের বলিখেলা এপ্রিল মাসের ২৫ তারিখ বৃহস্পতিবার লালদিঘীর ময়দানে হবে। যা বাংলা মাসের ১২ই বৈশাখ। বলিখেলার এই ১১৫তম আসরকে ঘিরে ৩দিনের জন্য বসবে পহেলা বৈশাখের মেলা। মেলা শুরু হবে বুধবার ২৪শে এপ্রিল থেকে। আর এই মঞ্চ তৈরি হবে ২২শে এপ্রিল। মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। মেলার শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

  • ঐতিহ্য বলিখেলার ১১৫তম আসর বসবে ২৫শে এপ্রিল