জনপ্রিয়

এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

উৎসাহ উদ্দীপনায় সিরাজগঞ্জের চৌহালীর অন্তর্ভুক্ত এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ)সকালে এ উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ১৬শ  গ্র্যাজুয়েট নিবন্ধন করেন। সভাপতিত্ত্ব করেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসময় বাংলাদেশ অ্যাক্রিডিটেশান কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের সদস্য  অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন রেজা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও ডা. এম এম আমজাদ হোসেন স্বর্ণপদক ও সনদ পত্র তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিরোনাম বিহীন ব্যান্ডের শিল্পীরা।

  • এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত