নিজস্ব প্রতিনিধিঃ
বেতার ও টিভি শিল্পীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিগত ৩৩ বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বন্ধন কালচারাল ফোরাম। বন্ধন কালচারাল ফোরাম এর ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১১ই ফেব্রুয়ারী ২০২৪, রবিবার, বিকেল ৫ টায় বন্ধন কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক আলোচনা, বন্ধন এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পরিচালক ও যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব ও বন্ধন উপদেষ্টা জনাব খন্দকার নাজমুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পি এন্ড পি গ্রুপের চেয়ারম্যান জনাব এস এম এহসানুল হক, বন্ধন উপদেষ্টা-মেজর (অব:) আখতারুজ্জামান, বিশিষ্ট সংস্কৃতি সেবী শাহীনূর হক ছবি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর ইউনিট ম্যানেজার জনাব মোঃ মেজবাহউদ্দিন ও বন্ধন উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী কামরুন নাহার শাহ্ নূর।
অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন-বন্ধন কালচারাল ফোরাম এর মহাসচিব, বিশিষ্ট বেতার উপস্থাপক শেখ নজরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন-বন্ধন উপদেষ্টা সানজিদা কাইয়ুম।
এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পদক গ্রহণ করেন-বিশিষ্ট লেখিকা, বঙ্গবন্ধু গবেষক ও প্রকাশক নন্দিনী লুইজা।
এছাড়া অনুষ্ঠানে যারা বন্ধন এ্যাওয়ার্ড গ্রহণ করেন তারা হলেন- বেতার ও টিভি শিল্পী মঞ্জু সাহা, বন্ধন উপদেষ্টা ও ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, চলচ্চিত্র অভিনেত্রী শাহ্ নূর, বেতার ও টিভি শিল্পী বাবুল রেজা, সঙ্গীত শিল্পী আনিশা তালুকদার, দীপ্ত টিভির সংবাদ উপস্থাপিকা তানিয়া আফরিন, বাচিক শিল্পী ইরানি সুলতানা, টিভি শিল্পী অর্পিতা মল্লিক, বাচিক শিল্পী শামিমা আক্তার খান রুনি, ফটোগ্রাফার নাজমুল হক, আলোচিত সঙ্গীত শিল্পী ফারহানা শিল্পী, কোরিওগ্রাফার মাসুদ হাবিব, নাট্য শিল্পী সুমনা সোমা, সঙ্গীত শিল্পী নুজহাত তাবাসসুম, ইন্টারন্যাশনাল ইভেন্ট অর্গানাইজার শাহিন আজাদ ও আরটিভি ইয়াং স্টার অঙ্কিতা মল্লিক।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দীপ্ত টিভির সংবাদ উপস্থাপিকা তানিয়া আফরিন।
উক্ত অনুষ্ঠানটি উপস্থিত প্রত্যেকেই উৎসবমুখর ভাবে পালন করেন। বন্ধন কালচারাল ফোরাম এর মহাসচিব শেখ নজরুল ইসলাম সহ সকল উপদেষ্টাবৃন্দরা উক্ত অনুষ্ঠান শেষে নিজেদের অনুষ্ঠান সফল হওয়াতে গর্বিত অনুভব করেন এবং প্রতিবছরের ন্যায় আগামীতে আরও সুন্দর ভাবে যাতে অনুষ্ঠানটি করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া দেশের সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের আরোও মেলে ধরবেন বলে অভিমত ব্যক্ত করেন।