জনপ্রিয়

আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমির মৃত্যুতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 months ago

ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার ছদর ও শায়খুল হাদীস আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমি গত ৭/২/২৪ ইং রোজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ কান্দিপাড়ার নিজ বাসভবনে মৃত্যু বরন করলে রাত্র ১০টায় জেলা ঈদগাহ ময়দানে উনার জানাযা সম্পন্ন হয়। এতে দেশের আনাচেকানাচ থেকে তাঁর ছাত্র ও ভক্তবৃন্দ ছুটে আসেন। এবং বিভিন্নজন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তার পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেন।
জানাযা শেষে লাশ মরহুমের পূর্বের অসিয়ত অনুযায়ী নিজ এলাকা চাঁদপুরস্থ উজানিতে দাফন করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

জানাযায় ঘোষণা দেওয়া নির্দিষ্ট তারিখ অনুযায়ী গতকাল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ায় বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগন তাঁর বর্ণাঢ্যময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এবং তাঁরা বলেন, তাঁর দ্বীনি খেদমত সমূহ আমাদের মাঝে চির স্বরণীয় হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, তিনি অত্যন্ত সাদামাটার একজন মানুষ ছিলেন। সবার সাথে হাসিমুখে কথা বলতেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত মসজিদ-মাদরাসার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে গেছেন।
তিনি উজানীর মরহুম পীর ক্বারি ইব্রাহিম (র.) এর সুযোগ্য নাতি ও ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম (র.) এর একমাত্র জামাতা ছিলেন।

  • আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমির মৃত্যুতে আলোচনা সভা অনুষ্ঠিত