রিয়াজুল হক সাগর, রংপুর
শুক্রবার ২৩ ফেব্রুয়ারি/২০২৪ বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২৩২৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান বাবু – এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আসরে রায়হান আহমেদ রিমন-এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, বিমলেন্দু রায়, কামরুজ্জামান দিশারি, জাহিদ হোসেন, জোসেফ আখতার, সাঈদ সাহেদুল ইসলাম, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, রেজাউল করিম জীবন, মাসুদ বশীর, মিনার বসুনিয়া, শাহজাহান আলী মিলন,আব্দুল কুদ্দুস, রিয়াজুল হক সাগর, জাহিদ হাসান মামুন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মশিয়ার রহমান, আলাউদ্দিন প্রমুখ। আসরে স্বরচিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন সাঈদ সাহেদুল ইসলাম। আসরে পঠিত লেখাগুলো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এ সপ্তাহের সেরা লেখক হিসেবে তাপস মাহমুদ বিজয় অর্জন করেন।উল্লেখ্য যে, গত ১৮ ফেব্রুয়ারি’২০২৪, ছড়াকার রেজাউল করিম জীবনের জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।