সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
বাজার নিয়ন্ত্রণে রাখতে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির উদ্যোগে গরু মাংস বিক্রি শুরু করা হয়েছে ৬৬৫ টাকায়।এছাড়াও সরকার নির্ধারিত দাম ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আমাদের জার্নালকে।বিক্রির কার্যক্রম শুরু হয় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিটিআই স্কুল মাঠে।
তিন কেজি মাংস কিনতে পারবেন ভোক্তারা।এ-ই সুন্দর উদ্যোগে অর্থ সহায়তা দিচ্ছে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এছাড়া ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান এ-ই বিক্রি কার্যক্রমের জন্য গতকাল বড় বড় ৭টি গরু জবাই করা হয়।
এ-ই সুন্দর উদ্যোগে ফেনীর মানুষ এবং ভোক্তারা খুবই খুশি। ৫০০টাকা সাশ্রয় হওয়ার কারণে এবার প্রচুর গরু মাংস বিক্রি শুরু হয়েছে এবং জমে উঠেছে গরুর মাংসের বাজার।