সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
নতুন বছর মানেই নতুন কিছুর ঘ্রাণ পাওয়া। আর ঠিক প্রতিবছরের মতো এই বছরও শুরু হয়েছে একুশে বইমেলা। পাওয়া যাচ্ছে বিভিন্ন লেখকের নতুন বইয়ের ঘ্রাণ। এই ভালোবাসার মাসকে ঘিরে প্রকাশিত হয়েছে জনপ্রিয় লেখিকা নীহারিকা জাহানের লেখা প্রেমের উপন্যাস “প্রথম”। তিনি এবার নতুন বছরকে ঘিরে ভালোবাসার মাস উপলক্ষে এ-ই প্রথমবারের মতো “প্রথম” প্রেমের উপন্যাস বইটি প্রকাশিত করেছেন। এ-ই উপন্যাসের মধ্যে পাঠকদের সবচেয়ে বেশি মন কেরেছে একটি লাইন –“না আমি পনের বহুর আগে তোর ভালোবাসায় যোগ্য ছিলাম -না আজকে! তাও কোন দাবি না রেখে আজ বলছি আমি তোমাকে ভালোবাসি”। বইটি কাছের মানুষকে উপহার হিসেবে দেওয়া যায়, কারণ এই বইটি আমাদের ‘ভালোবাসার’ অর্থ বুঝায়।
বইটি পাওয়া যাচ্ছে ঢাকা জেলার শাহবাগে অবস্থিত একুশে বইমেলায়।
বইয়ের নাম- “প্রথম”
লেখিকা-নীহারিকা জাহান
বই মেলার স্টলনং-৫৫৫
প্রাইজ-১৮০টাকা।