আকাশ দাশ সৈকত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাশ।
বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক থেকে নাজমুল হোসেন শান্ত পদত্যাগ করলে কে হবে বাংলাদেশ দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক তা নিয়ে ছিলো বেশ আলোচনা সমলোচনা। তবে আজ আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর সেইখানে টাইগারদের ছোট ফরম্যাটে দীর্ঘমেয়াদী নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাশকে। আগামী বছর ভারতের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন লিটন।
এর আগে টাইগারদের অধিনায়কত্ব ছাড়ার আগেই ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেইখানে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে লিটন নির্বাচকদের নজরে আসেন।
এদিকে, আসন্ন দুই সিরিজে লিটন দাসের ডেপুটি হিসেবে থাকবেন শেখ মেহেদী।
আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।