জনপ্রিয়

১৬ ডিসেম্বর উপলক্ষে উল্লাপাড়ায় তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 days ago

মোঃসুজন আহমেদ, উল্লাপাড়া সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয়ের মেলার উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

সোমবার ১৬ ডিসেম্বরে সকালে উল্লাপাড়া উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহমুহাম্মদ হাসনাত। উদ্বোধন শেষে ইউএনও আবু সালেহ মোহাম্মাদ হাসনাত বিজয় মেলায় অংশ নেওয়া, কুটির শিল্প হস্তশিল্প পিঠাপুলি কারো শিল্প ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে লিখিত বইয়ের স্টলসহ সকল স্টল ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হুদা, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান,৷ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী জামায়াতের আমির উল্লাপাড়া উপজেলা শাখা, মোহাম্মদ আজাদ হোসেন আজাদ সদস্য সচিব বিএনপি উল্লাপাড়া উপজেলা, উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কল্যাণ ভৌমিক সহ প্রমুখ।

ইউএনও আবু সালে মোঃ হাসনাত বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেন। মেলা বিভিন্ন উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে যে সকল স্টল প্রদর্শন করেছে তা সকলকে মুগ্ধ করেছে। বিজয়ের স্মৃতি ধরে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

  • ১৬ ডিসেম্বর উপলক্ষে উল্লাপাড়ায় তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন