রিযাজুল হক সাগর, রংপুর
রংপুর সম্মিলিত লেখক সমাজ আয়োজিত বইমেলা মঞ্চে হারাগাছসাহিত্য সংসদ-এর তিনজন কবি, ছড়াকারের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ১. কবি দিলগীর আলম-র “আজকে তোমায় দিলাম ছুটি” ২. ছড়াকার ময়নুল ইসলাম-র “ স্বপ্ন আঁকি ছড়ায়” এবং ৩. কবি রুবেল ইসলাম-র “যাপনের স্বাদ-বিষাদ” এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহ আলম, ভূতপূর্ব অধ্যাপক, বাংলা, কারমাইকেল কলেজ, বিশিষ্ট সাহিত্যিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ইতিহাসবিদ আবুল কাশেম মাস্টার। সাবেক বরেণ্য ছাত্রনেতা, নাট্যব্যক্তিত্ব মোতাহার হোসেন ডালু। অভিযাত্রিক সিনিয়র সহ-সভাপতি কবি তৈয়বুর রহমান বাবু, আবু ছালেক সুলতান, সুফি জাহিদ হাসান, গীতিকার বেলায়েত হোসেন, গল্পকার নাহিদা আখতার, সাংবাদিক, কবি আবু নাসের তুহিনসহ অন্যান্য কবি ও লেখক এবং হারাগাছ সাহিত্য সংসদের নেতৃবৃন্দ। তারও আগে উক্ত মঞ্চে হারাগাছ সাহিত্য সংসদের নির্ধারিত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।