সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
ফেনী সালাউদ্দিন মোড় থেকে ২০০ গজ উত্তরে কাঁঠালিয়া পুকুরপাড়ের পশ্চিম পাশে অবস্থিত হাজী আব্দুল গণি ভুঁইয়া জামে মসজিদ। অদ্য ৮ই মার্চ (শুক্রবার) মাদ্রাসা এবং এলাকা বাসীর উদ্যোগে ৫ম তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। বিকেল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হয়। পরিচালনায় রয়েছে এইচ.এম.হাফেজ উদ্দিন পাটোয়ারী (খতিব)। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন চট্টগ্রাম বন্দরের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো:শফিকুল ইসলাম ভুঁইয়া(এফ সি এম এ)।আলোচনা করেছেন মহিপালের মুহাদ্দিস, জামেয়া হোছাইনিয়া মসজিদের খতিব হযরত মাও:আবুল কাশেম সাহেব। উপস্থিত রয়েছেন বৈশাখী এবং এশিয়ান টিভির ধর্মীয় আলোচক হযরত মাওলানা এড.ফখরুদ্দীন হেলালী সাহেব। ইসলামি সংগীত পরিবেশন করে কুমিল্লা থেকে আগত নবজাগরণ শিল্পীগোষ্ঠী।রমজান কে সামনে রেখে বক্তব্য প্রদান করেন মুন্সিরহাট দক্ষিণ ফৈথারা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ হানিফ। কোরআন তেলাওয়াতে অংশ নেন মাওলানা আব্দুল হালিম সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ (হাজী আব্দুল গণি ভুঁইয়া ইসলামিয়া মাদ্রাসা)। ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় সন্ধ্যা ৬টায়।