জনপ্রিয়

স্মার্ট উল্লাপাড়া করতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমাইয়া সরকার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদদাতা – সুজন সরকার

গত ১৭ই ফেব্রুয়ারি রোজ শনিবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মোহনপুর ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শিক্ষা – প্রতিষ্ঠানে, হাটবাজারে এবং মোহনপুর ইউনিয়নয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ভোট চান। ভোটের পাশাপাশি উক্ত ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে তিনি সকলের দোয়া এবং আর্শীবাদ কামনা করেন সুমাইয়া সরকার। সুমাইয়া সরকার উল্লাপাড়া উপজেলার একজন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মহিলা বিষয়ক সম্পাদি উল্লাপাড়া উপজেলা শাখায় আছেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জের নানা ধরনের উন্নয়ন কাজের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উল্লাপাড়া উপজেলায় মোহনপুর ইউনিয়নে গরীব, দুঃখী , অসহায় মানুষদের কাজের ব্যবস্থা করে দিতেন। সবসময়ই তাদের পাশে ছিলেন। এছাড়াও তিনি আমাদের জার্নালকে বলেন যে, “আমি একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহিলা বিষয়ক সম্পাদি হিসেবে উল্লাপাড়া উপজেলায় কর্মরত অবস্থায় ছিলাম। কিন্তু এই প্রথম আমি নিজের উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছি “। তিনি আরও জানান যে, আমি যাতে অসহায় মানুষদের পাশে থাকতে পারি তার জন্য একটা সুযোগ পাচ্ছি ভেবেই নিজেকে আরও ধন্য মনে হচ্ছে। তার একমাত্র লক্ষ্য হচ্ছে যে, তিনি উল্লাপাড়া মোহনপুর ইউনিয়নকে আরও স্মার্ট করতে এবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী হচ্ছেন সুমাইয়া সরকার। আর তাই সকলের দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছেন সুমাইয়া সরকার।

  • স্মার্ট উল্লাপাড়া করতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমাইয়া সরকার