আকাশ দাশ সৈকত
সোনালি অতীত! কতো স্মৃতি আর কতো স্বপ্ন বাঁধা পড়ে আছে সেই সোনালী দিনগুলোতে, কর্মব্যস্ততা নির্ভর এই শহরে মাঝে মাঝে বিরতিহীনভাবে মনে হয় কতো স্মৃতি আর গল্পের শেষ হয়নি এখনো, কতো কল্পনা পরিপূর্ণ হওয়ার আগে পাড়ি জমানো হয়েছে ক্যারিয়ারের নীড়ে, মাঝে মাঝে শৈশবের সেই স্থানগুলো চোখে ভেসে উঠলে মনে হয় কতো আপন মানুষ আজ খবরের বাইরে অথচ যাদের সাথে ছিলো আমার স্বপ্নের কথোপকথন!
আমি আজ ও কাঁদি! আজও মন খারাপ হয়, চারদেয়ালের এতো শত আয়োজন আর গল্পের ভীড়ে প্রতিনিয়ত মনে পড়ে পুরনো দিনগুলোর কথা, কতো সুন্দর ছিলো সেই ভূবন, কতো আনন্দ করেছি খেলার মাঠ জুড়ে কতো দৌড়েছি, অথচ আজ সব অতীত হয়ে গেছে…একরাশ অভিযোগ আর আফসোসের সাথে শৈশবের স্মৃতিচারণ নিয়ে আমরাও আজকে ভালো আছি….!
ভুলে যেতে চাই বারবার সেই দিনগুলোর কথা, তবে স্মৃতিগুলো বারবার মস্তিষ্কে আঘাত করে আমায় আবার কাঁদতে বাধ্য করে…পারি না তো ভুলতে কারণ শৈশবটাকে যে বড্ড ভালোবাসি