আকাশ দাশ সৈকত
দেশের বন্যাকবলিত ৩১ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং ২০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলার জনকল্যাণম সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) । গত ৫ অক্টোবর (শনিবার) উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের অন্তর্গত মহানগর আইডিয়াল কিন্ডার গার্ডেন (কেজি স্কুল) মিলনায়তনে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের (এসজেএফ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের আজীবন সদস্য শিক্ষানুরাগী ও চিকিৎসা সেবক ডাঃ মানিক লাল দাশ গুপ্তের সভাপতিত্বে সমাজকল্যাণের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার দুই ইউনিয়ন সৈয়দপুর ও বারৈয়াঢালার ৩০টি বন্যার্ত অসহায় পরিরবারকে আর্থিক সহায়তা (পরিবারপিছু তিনহাজার টাকা) প্রদান ও মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চবিদ্যালয়য়ের অস্বচ্ছল ও মেধাবী ২০জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন এসজেএফ এর প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, অর্থ-সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ জুয়েল,দপ্তর সম্পাদক সুজিত পাল, সহ- প্রচার সম্পাদক আবু নাসের রিপন ও সহ-সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন দাশ। এই সময় উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাঃ মানিক লাল দাশ গুপ্ত বলেন , "সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) শুধু জনসচেতনতামূলক কাজ করে না, সাধ্যমতো সাহার্য-সহযোগিতা নিয়ে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশেও দাঁড়ায়। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের কল্যাণেও এ সংগঠন বিভিন্নভাবে অবদান রেখে আসছে, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই কার্যক্রম "! উল্লেখ্য সীতাকুণ্ডের সমস্যাসম্বলিত ১৯ দফাভিত্তিক পোস্টার লিফলেট ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে এলাকার বিরাজমান সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে জনকল্যাণ ফোরাম। এছাড়া শিক্ষাক্ষেত্রেও অচিরেই দৃষ্টান্তমূলক কর্মসূচি হাতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি ।