আকাশ দাশ সৈকত
জন্মাষ্টমী এবং বাগিশিকের যৌথ উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমীর সকল সম্মানিত চিকিৎসকদের মাঝে মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশন হতে মানবসেবা স্বরুপ আজ সম্মননা স্বারক প্রদান করা হয় । আজ ২৫ শে এপ্রিল (শনিবার) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সুনামধন্য পদ্মা ক্লিনিক্যাল ল্যাবের সহযোগিতায় জন্মাষ্টমীর চিকিৎসক ফোরামের সম্মানিত সদস্য সচিব বাবু ডাঃ প্রণব কুমার নাথ এবং বাবু ডাঃ রাজিব কর্মকারের যৌথ পরিচালনায় এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মানিক লাল দাশ গুপ্ত , পদ্মা ক্লিনিক্যাল ল্যাবের সম্মানিত ডিরেক্টর জয়নাল আবেদীন টিটু এবং মোঃ ইমান উদ্দিন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জন্মাষ্টমী চিকিৎসক ফোরামের সম্মানিত সভাপতি বাবু ডাঃ অমর কান্তি শীল। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জন্মাষ্টমী চিকিৎসক ফোরামের সম্মানিত ডাঃ মানিক চন্দ্র শীল, ডাঃ মিলন কান্তি রায়, ডাঃ ভগিরত দে, ডাঃ প্রনব কুমার নাথ, ডাঃ এসপি দাশ, ডাঃ সাগর নাথ, ডাঃ বাপ্পি কুমার দাশ,ডাঃ সুমন নাথ, ডাঃ শিপন দাশ গুপ্ত, ডাঃ দিলিপ কুমার নাথ, ডাঃ রাজিব কর্মকার, ডাঃ রনজিৎ নাথ এবং ডাঃ রাজিব নাথ রাজু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক এবং মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মানিক লাল দাশ গুপ্ত। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডাক্তাররা আছে বলে মানুষ আজ সুস্থভাবে বেঁচে আছে, "সবার আগে সবার প্রয়োজনে ডাক্তারা সবার আগে এগিয়ে আসতে পছন্দ করে। জন্মাষ্টমী ফোরামের সকল ডাক্তারগণ আগত ভক্তগণকে নিজেদের সবটা দিয়ে সেবা করে গেছে। আর এই মানবসেবার দরুণ নিজের ফাউন্ডেশন থেকে ডাক্তারদের জন্য কিছু করতে পারা সত্যিই গর্বের বিষয়, আগামীদিনে এই সমাজে সীতাকুণ্ডে অনেক ডাক্তার উঠে আসবে । আমি চাই তারাও যেন মানবসেবায় নিজেদের নিয়োজিত করতে পারে," অনুষ্ঠান শেষে সীতাকুণ্ডের পদ্মা ক্লিনিক্যাল ল্যাবের সহযোগিতায় মহানগর ডাঃ মানিক ফাউন্ডেশনের পক্ষ হতে জন্মাষ্টমী চিকিৎসক ফোরামের সকল সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন ডাঃ মানিক লাল দাশ গুপ্ত!