মোঃ রেজাউল করিম খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা বন্ধ করি, শান্তিময় পরিবার ও রাষ্ট্রগড়ি, নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার " এ শ্লোগান নিয়ে, এডিপির অর্থায়নে সিরাজগঞ্জে সদর উপজেলার বিভিন্ন বেকার ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে শতাধিক সেলাই মেশিন এবং ৬৭ টি টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে রবিবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি তার বক্তব্যে বলেন, অসহায় ও দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অবহেলিত নারীদের এগিয়ে যেতে এই বিতরণ কার্যক্রম । নারীদেরকে উদ্দীপনা হতে হবে। আমি একজন নারী উদ্যাক্তা ছিলাম কর্মক্ষয় ও পরিশ্রমী নারী হিসাবে এখন কাজ করছি আপনারা ও করুন । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(৩) শিখা খাতুন, বেসিক ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসার এন্ড ইনচার্জ বনশ্রী মহিলা ইউপিও শাখা'র মোছাঃ ইশরাত জাহান, ভাইস চেয়ারম্যান এস.এম. নাছিম রেজা নুর দিপু, জেলা আওয়ামী মহিলালীগের নেত্রী রোকেয়া বেগম, বিউটি খাতুন, সাবেক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নূরুন্নাহার খানম, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি জেলা আওয়ামী শ্রমিক মহিলালীগের সভাপতি নাছিমা খাতুন প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামী মহিলালীগের দপ্তর সম্পাদক মোছাঃ জুলেখা খাতুন। এসময়ে অনুষ্ঠানে সুবিধা ভোগী নারীরা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।