v
মোঃ রেজাউল করিম খান
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তাদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করার পর র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে
শুক্রবার (১৫ ই মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি ও মানবসম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা ) মোঃ রায়হান কবির এবং স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান- আল-মারুফ।
এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ফ.ম ওবায়দুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান, জেলা মার্কেটিং অফিসার মোঃ আইয়ুব আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ব্যবসায়ীগণ, সুধীজন, গুণীজনেরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।