স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ
(২৪ ফেব্রুয়ারী) শনিবার বিকালে সিরাজগঞ্জ জেলায় একটি অফিস রুমে কেক কেটে অনলাইন পোর্টাল 'দৈনিক বর্তমান সংবাদ' এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক বর্তমান সংবাদ এর সিরাজগঞ্জ জেলার সকল প্রতিনিধি। দৈনিক বর্তমান সংবাদ এর নিউজ টেকনিশিয়ান ও চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ মতিয়ার রহমান (আবির) এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বর্তমান সংবাদ এর সহ প্রকাশ ও সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জার্নাল ওয়েব বিডি অনলাইন পোর্টাল এর নির্বাহী সম্পাদক মোঃ আল-আমিন হোসেন সহ 'দৈনিক বাংলাদেশ সংবাদের সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃতারেক রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ নাঈম উদ্দিন সিরাজী, শাহজাদপুর থানা প্রতিনিধি মোঃ আলহাজ্ব আলী, কাজীপুর প্রতিনিধি মোঃ মোরসালিন আহম্মেদ, সহ বিভিন্ন অনলাইন পোর্টাল এর গণমাধ্যম কর্মী। এসময় সথ্য প্রকাশে অদম্য দৈনিক বর্তমান সংবাদ এর ভুমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক বর্তমান সংবাদ এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।