মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিররাজগন্জের সলঙ্গায় ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি,সরকার নির্ধারিত মূল্যের বাইরের ডিম বিক্রি না করা সহ বিভিন্ন অপরাধে একটি পোল্ট্রি খামার পাইকারি আড়ত ২ দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার( ৮ ই অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তর সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সলঙ্গা বাজার ও ধুপিল এলাকায় অভিযান চালিয়ে এই জরিপানা করা হয়। জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতু পোল্টি এন্ড ডেইরি ফার্ম কে ২০ হাজার টাকা,মোহন্ত স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স হাসান স্টোর কে ৫ হাজার টাকা, ও প্রণয় ডিমের আরতকে ৫টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি বলেন,আজ ডিমের বাজার অস্থিরতা দেখে বিভিন্ন জায়গায় পরিচালিত হয়। এ সময় সলঙ্গা থানার ধুপিল এলাকায় ডিমের দাম সরকার নির্ধারিত মূল্যের বাইরে বেশি দামে বিক্রি করা, পাইকারি দোকানের সরবরাহ না করা ডিমের বাজার অস্থিরতা করার অপরাধে পোল্ট্রি এন্ড তেওরি ফার্ম কে ২০ হাজার টাকা, মহন্ত স্টোর কে ৫ হাসান স্টোর কে ৫ হাজার প্রণয় ডিমের আরতকে ৫ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদেরকে সরকারি নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করা নির্দেশ দিয়েছে তিনি আরো বলেন, এর আগে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেন সংশ্লিষ্ট থানা পুলিশ জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকতা।