সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়া বিএনপি সংবাদ সম্মেলন করেছে। শারদীয়া দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠু করতে উপজেলা বিএনপি থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আজ শনিবার উল্লাপাড়া উপজেলা বিএনপি'র কার্যালয় দুপুর ১২ টায় এ সম্মেলন হয়। সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ জানান, প্রতিটি পূজা মন্ডপে বিএনপি'র অঙ্গ সংগঠনের ১৫-২০ দল স্বেচ্ছাসেবক হয়ে পাহারার দায়িত্ব থাকবে। এরা সরকারিভাবে দেওয়া নিরাপত্তা বাহিনীর সাথে দায়িত্বে থাকবেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব,পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক,যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন প্রমুখ অবস্থিত ছিলেন।