সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিংড়া শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ২টায় সিংড়া কোর্ট মসজিদে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের সিংড়া শাখার সভাপতি হাফেজ বেলালুর রহমানের সভাপতিত্বে সিংড়া উপজেলা শাখার সেক্রেটারি ও সিংড়া আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নাটোর জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম নাটোরী।
এছাড়াও আরো বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার সেক্রেটারি,মাহাবুবুর রহমান মাহতাবি।সহ-দপ্তর সম্পাদক মাওলানা মিজানুর রহমান,বাইতুল মাল সম্পাদক সানাউল্লাহ আল মাহদী,সিংড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন,সিংড়া উপজেলা যুব মজলিসের সভাপতি, মাওলানা রহমতুল্লাহ, সিংড়া উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি মাওঃ আকরাম হুসাইন। সিংড়া প্রেসক্লাবের সভাপতি,এমরান আলী রানা। অর্থ সম্পাদক হাফেজ, মাওলানা ইয়াকুব। সিংড়া উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা আলহাজ্ব আইনুল হক সাহেবসহ উপজেলা পৌরসভা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী প্রমূখ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব আইনুল হক সাহেব।