ইব্রাহীম হোসেন : সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের আহবাহক কমিটি গঠন করা হয়েছে। ২২ এপ্রিল সোমবার বিকাল ৫ টার সময় সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যলয় মুক্ত স্বাধীন প্লাজায় আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক, প্রকাশক মোঃ আবুল কালাম। উপস্থিত সকলের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের পূর্বের রেজুলেশন পাঠ করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক, প্রকাশক জি এম, মোশাররফ হোসেন। উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক ৫ সদস্য করে আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। এতে মোশাররফ হোসেন কে আহবায়ক আব্দুস সালাম সদস্য সচিব সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত আহবাহয়ক কমিটি নব্বই কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির করার জন্য দায়িত্ব দেয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল ইসলাম।