জনপ্রিয়

সাড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে ১২ টি কেন্দ্রে ব্রিলিয়্যান্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 day ago

আব্দুল আহাদ
বগুড়া প্রতিনিধি

আজ শনিবার সকাল দশটা থেকে মোট ১২ টি কেন্দ্রে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো ” দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বগুড়া” -এর বৃত্তি পরীক্ষা ২০২৪ । সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় এই ছাত্র কল্যাণমূলক সংস্থার বৃত্তি পরীক্ষা।

১.আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ, ২.নশরৎপুর উচ্চ বিদ্যালয়, ৩.দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৪.তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, ৫.কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ৬.কাহালু সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, ৭. মনসুর আলী ডিগ্রী কলেজ ৮.পীরগাছা উচ্চ বিদ্যালয়, ৯.মহাস্থান উচ্চ বিদ্যালয়, ১০.পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজ, ১১. শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় , ১২.মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১২ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন সংস্থার মহা-পরিচালকঃ সাইয়্যেদ কুতুব সাব্বির, পরিচালকঃ আল ইমরান , সদস্য সচিবঃ আবু হানিফা।
সাবেক মহাপরিচালক – আব্দুল হালিম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মিজানুর রহমান, এনামুল হক রানা, জাকিরুল ইসলাম, সাজেদুর রহমান, রফিকুল ইসলাম আকন্দ, জামিল মাহমুদ, সাবেক পরিচালক: অধ্যক্ষ ইকবাল হোসেন, সাংবাদিক আব্দুল ওয়াদুদ সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

পরিক্ষা সুন্দর ভাবে সম্পন্ন করতে কেন্দ্র গুলোর সার্বিক ব্যবস্থাপনা করেন সংস্থার পরীক্ষা নিয়ন্ত্রক মুজাহিদ মেকদাদ, রেজিস্ট্রার: সাদ্দাম হোসেন কোষাধ্যক্ষ: আবু হুজাইফা, সার্কুলেশন: আনোয়ার হোসেনসহ অনেকে।

সুন্দর ভাবে পরীক্ষাটি সম্পন্ন করায় থানা কর্মকর্তা, শিক্ষক মহদয়, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীসহ পরিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংস্থাটির পরিচালনা পরিষদ।