ইমান আলী, স্টাফ রিপোর্টার
ঢাকা, ৭ মার্চ : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার মাহে রমজানে চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গ্যাস সংকটে সাধারণ মানুষ বিপর্যস্ত। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের দুর্ভোগ বাড়ানো হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) পল্টন থানা লেবার পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ ইরান বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখনও কালোবাজারি সিন্ডিকেটের কবলে বাজার ব্যবস্থা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণি ধ্বংসের মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, “একদিকে কৃষকরা ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ধ্বংস করতে বাধ্য হচ্ছে, অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের কারণে সাধারণ মানুষ চড়া দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছে। সরকার বাজার ব্যবস্থায় কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছে না।”
তিনি লুটপাট, অর্থপাচার ও সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পেতে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পল্টন থানা লেবার পার্টির আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।