মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
খেজুরের দাম সহনীয় করতে ইফতারের অন্যতম এই প্রধান উপকরণের দাম বেঁধে দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, খুচরা বাজারে অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের কেজিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে। কিন্তু ঠাকুরগাঁওয়ের বাজার গুলোতে সরকারের এই নির্দেশনার কোনো প্রতিফলন দেখা যায়নি। বাজারে খেজুরের দাম বেশ চড়া, কয়েকদিন ধরে এমন অভিযোগ ওঠার পর বাণিজ্য মন্ত্রণালয় দুই ধরনের খেজুরের দাম নির্ধারণ করে দেয়। তবে বাস্তবে বাজারের চিত্র ভিন্ন। গতকাল এবং আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের রোড বাজার এবং কালিবাড়ি বাজার ঘুরে দেখা গেছে, অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের সরকার নির্ধারিত দাম সর্বোচ্চ ১৬৫ টাকা। তবে এ খেজুর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা এবং জাইদি ও বরই খেজুর প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৩৫০ থকে ৫০০ টাকা দরে। যার সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য করা হয়েছে ১৮০ টাকা। বাজারের এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা ক্রেতাদের। ক্রেতারা বলেন, সরকার খেজুরের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও আমাদের চড়া দামে খেজুর কিনতে হচ্ছে। তাহলে সরকারের এমন খেজুরের দাম বেধেনদিয়ে লাব কি। আমাদের তো বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা। বিক্রেতারা বলেন, রোজা শুরু হওয়া সপ্তাহখানেক আগে থেকে বাজারে এই দুই ধরনের খেজুর মোটামুটি এমন দামেই বিক্রি হচ্ছে। বাজারে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ার বিষয়ে জানতে চাইলে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে তাঁরা যে খেজুর কিনেছেন, তার দাম বাড়তি ছিল। কোনো কোনো ক্ষেত্রে সরকার খুচরা বাজারের জন্য যে দাম বেঁধে দিয়েছে, পাইকারি বাজারেই তার কাছাকাছি দামে তাঁদেরকে খেজুর কিনতে হয়েছে। তাই চড়া দামে খেজুর বিক্রি করছেন তারা। তাই সরকারের নির্ধারিত দামে খেজুর বিক্রি করতে হলে তাঁদের লোকসানে পড়তে হবে এমনটই বলছেন বিক্রেতারা। এ বিসয়ে ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঠাকুরগাঁও শাখা) মোঃ শেখ সাদী জানান, আমরা বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আয়োজন প্ররিচালনা করছি। বাজারে খেজুরের দাম সরকার নির্ধারিত মূল্যে যাতে বিক্রি করা হয় সে ব্যাপারে আমাদের নজরদারী রয়েছে। তবে ঠাকুরগাঁওয়ের বাজারে উন্নত মানের প্রতি কেজি খেজুর কমবেশি এক হাজার থেকে বার’শ টাকায় বিক্রি হচ্ছে। বাজার সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার সব ধরনের খেজুরের দাম কেজিতে অন্তত ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।