মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ
লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ ও তাহেরা মোশারফ হোসেন ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ৩ ফেব্রয়ারি ২০২৪ ইং রোজ শনিবার সকাল ১০ টায় সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডে মোশারফ আলী মেম্বারের বাড়ির সামনে তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সদ্য প্রাক্তন সভাপতি লায়ন এস এম আবুল কালাম আজাদ, এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সেক্রেটারি প্রভাষক ফসিল আলম, সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেন, সাংবাদিক ইলিয়াছ সুমন, সমাজকর্মী মাইনউদীন, রুস্তম আলী, ও বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাহসিন চৌধুরী প্রমুখ।