দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়নের বালিয়া দীঘি হতে মোরদহ বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা। চলাচলের চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ। বালিয়াদিঘী থেকে মরদহ বাজার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানা-খন্দ সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে অল্প বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সরে জমিনে গিয়ে দেখা যায় , অনেক জায়গায় রাস্তার দু'ধারে মাটি সরে গিয়ে ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি কাদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটোরিক্সা ভ্যান গাড়ি মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী, রিপন হোসেন জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার শত শত মানুষ আসা যাওয়া করে । বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায়। বেশিরভাগ গাড়ি দুর্ঘটনায় শিকার হয়ে থাকে।