বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুত সংস্কার কার্যকর করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “গত বছরের জুলাই আন্দোলনের চেতনায় যে পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবে রূপ নেয়নি। ক্ষমতালোভী রাজনীতি সংস্কার প্রক্রিয়াকে আটকে দিয়েছে।”
শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের যে শক্ত কাঠামো দীর্ঘদিনে গড়ে উঠেছে, তা ভেঙে নতুন রাজনৈতিক ফ্রেম তৈরির প্রয়োজন ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে এগোয়নি। সংস্কার কমিশনের সুপারিশেও স্থায়ী পরিবর্তনের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত হয়নি।”
তিনি আরও মন্তব্য করেন, “শাসকদের অতিরিক্ত ক্ষমতার লোভ জনগণের আশা–আকাঙ্ক্ষাকে ব্যর্থ করছে। সাধারণ মানুষ চায় বাংলাদেশ দীর্ঘমেয়াদি সংস্কার ও টেকসই পরিবর্তনের পথে যাক।”
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রংপুর শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।