তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি
মহান জাতীয় সংসদের সংসদ উপনেতা,সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। ৩ এপ্রিল বুধবার সরকারি সফর অনুযায়ী নির্বাচনী এলাকা শেরপুরের নকলায় উপস্থিত হলে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন,নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়াসহ জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।