আকাশ দাশ সৈকত
সারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং বিভিন্ন বাড়িঘর পুড়িয়ে স্থিতিশীল পরিবেশ তৈরি করায় চট্টগ্রামে মানব বন্ধন করেছে হিন্দু জাগরণ মঞ্চ। গতকাল নগরীর জামালখানে অবস্থিত প্রেসক্লাব চত্ত্বরে হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে সমাজের নানা পেশার মানুষের আগমনে এই মানব বন্ধনের আয়োজন করা হয়। যেখানে সম্প্রীতি সময়ে ঘটে যাওয়া সংখ্যালঘুদের উপর হামলা এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ভাংচুরের প্রতিবাদে এই মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে তারা বলেন, দেশটা যদি স্বাধীন এই তাহলে আমরা সনাতনীরা কেন পরাধীন? আমাদের ধর্মের লোকদের উপর হামলা এবং বাড়িঘরের আগুন দেওয়া হচ্ছে? ধর্মীয় উপাসনালয় গুলোর দোষ কি কেন সেইখানে ভাংচুরের ঘটনা ঘটছে? আমরা এর কারণ জানতে চাই! এই বিষয়ে সমন্বয়ক সুষ্ময় রুদ্র বলেন, দেশ স্বাধীন হয়েছ, কিন্তু এই স্বাধীনতা পিছনে কি আমাদের কোন দায়িত্ব ছিলো না, আমরা কি স্বাধীনতার যুদ্ধে মাঠে নামিনি। তারপর ও কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে! ১৯৭১ সালের সেই যুদ্ধেও হিন্দুরা যুদ্ধে নেমেছিলো তারপরও তাদের উপর নির্যাতন আর হামলা থামছে না । দেশের এমন কোন জেলা নেই যেখানে হিন্দুদের উপর নির্যাতন থামছে না, কমবেশি সব জায়গায় এমন ঘটনা ঘটছে। আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে চাই। আশা করি বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্যরা পাশে থাকবে এবং সাহায্য করবে।