মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া)
বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪(১৩ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী) উপলক্ষে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী বুধবার সেবা সপ্তাহের ২য় দিন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে উপজেলার মির্জাপুর বাজার এলাকায় শ্রমিক মালিকদের সাথে প্রশিক্ষণ কর্মশালালা শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির শেরপুর শাখার সাধারন সম্পাদক সেলিম রেজা, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি কামাল সেখ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্টু, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শাহ্ আলম শেখ, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু জাহের, সাংবাদিক নজরুল ইসলাম, এ এসআই আমিরুল, আজাদসহ হাইওয়ে পুলিশ ক্যাম্পের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় মহাসড়কে যানবাহন চলাচলের উপর শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন অতিথিবৃন্দ। এ সময় হাইওয়ে পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত পরিবহন চালকদের মাঝে লিফলেট বিতরণ ও হাইওয়ে পুলিশ এর অফিসিয়াল এ্যাপস হেলো ডাউনলোড করে সেবামুহ গ্রহন করতে বলা হয়।