রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ( মানবিক) অনার্স ১ম বর্ষের ভর্তি পরিক্ষা। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল এগারোটা থেকে পরিক্ষা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা মোট ৮টি বিভাগে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের পরিক্ষা অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সাথে কেন্দ্রে আসেন। অভিভাবকদের অনুভূতি জানতে চাইলে একজন অভিভাবক বলেন,আমার মেয়ে রাজশাহী শহরে কোচিং করছে। আজ যদি তার ভালো ফলাফল হয়ে যায় তাহলে আমাদের প্রত্যাশা পূরণ হবে। সবাই তো বড় শহরে যেতে চাই। আর যেহেতু ঢাকা রাজধানী তাই ঢাকেতেই ইচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, আমরা চাই সব সময় ক্যাম্পাসটা জাকজমকপূর্ণ হোক। ঢাবি বা রাবি, যে কোনো কেন্দ্রীক পরিক্ষা হোকনা কেন, ক্যাম্পাস জমজমাট থাকলে আমাদের সব সময় ভালো লাগে। তারিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়