রাবি প্রতিনিধি:
‘একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে ‘বাঁধনের’ শহীদ শামসুজ্জোহা হল ইউনিট। শিক্ষক দিবসকে ঘিরে এ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে দুপুর ২ টা পর্যন্ত। সংগঠনটির শহীদ শামসুজ্জোহা হল ইউনিটের সভাপতি এস এম কামরুজ্জামান কাফি বলেন, বাঁধন থেকে এ ধরনের কর্মসূচি পালন করা হয় যেন সকলেই তাদের রক্তের গ্রুপ জানতে পারে। পাশাপাশি স্বেচ্ছায় রক্ত দানে মোটিভেট করাও অন্যতম উদ্দেশ্য। যার মাধ্যমে রক্তের গ্রুপ জানতে পারেন শিক্ষার্থীরা এবং রক্তের ডোনার পাওয়া যায় সহজেই। তিনি আরো বলেন, এই বাইরে এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠনের যারা নতুন কর্মী তারা শিখতে পারে কিভাবে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পরবর্তীতে তারা যেন ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। যারা গ্রুপ নির্নয়ে আগ্রহী তারা নির্ধারিত সময়ের মধ্যে এসে রক্তের গ্রুপ জানতে পারবে।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়