ইমান আলী, স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫: এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের টানা তৃতীয় দিনের কর্মবিরতি চলছে। আগামী রবিবার দেশের সব এমপিও ভুক্ত স্কুল-কলেজে কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা।
এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী মহাজোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেওয়ান হোসেন আজিজী জানান, দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো আশ্বাস মেলেনি। বরং বারবার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষা জাতীয়করণ, বাড়িভাড়া-চিকিৎসা ভাতা, বৈষম্য দূরীকরণ এবং প্রণোদনা প্রদান। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে কর্মবিরতির ফলে স্কুল-কলেজের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হলেও শিক্ষকরা বলছেন, তারা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, আব্দুর রহমান, জাকির হোসেন, মুজিবুর রহমান, তাজুল ইসলাম, মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক শিক্ষক-কর্মচারী।
শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার কী পদক্ষেপ নেয়, সে দিকেই এখন দৃষ্টি রাখছেন সবাই।