জনপ্রিয়

শাহজাদপুরে পানি তে ডুবে এক শিশু মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল গালা ইউনিয়নের বাশুরিয়া গ্রামে ছোয়াইদ (৫ ) নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে।

আজ (২৩ ফেব্রুয়ারী) শুক্রবার সকালে বাশুরিয়া গ্রামের রতনের পুত্র ডোবাতে পড়ে যায়। অনেক খোজা খুজির পর দুপুরে তার লাশ পাশের ডোবা থেকে গ্রামের মানুষ উদ্ধার করে ।

নিহত শিশুর মা স্বপ্না বেগম তার ছেলেকে রেখে ঢাকার একটি গামেন্টস এ চাকুরী করে। এদিকে তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

  • শাহজাদপুরে পানি তে ডুবে এক শিশু মৃত্যু