লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার তরুণ-তরুণীদের নিয়ে "লালকুড়ি বাংলাদেশ" গঠিত। সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকে সমাজের বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে আসছে। লালকুড়ি বাংলাদেশ মুলত নারী স্বাস্থ্য সুরক্ষা, নারী অধিকার উন্নয়ন এবং শিক্ষা নিয়ে কাজ করছে। এছাড়াও চলমান বিভিন্ন সামাজিক সমস্যা গুলো নিয়ে "লালকুড়ি বাংলাদেশ" এর তরুণ-তরুণীরা সব সময় গঠন মুলক ভাবে- মানুষকে সচেতন এবং সহযোগিতা করে। ২০১৫ সাল থেকেই উত্তরের কিছু তরুণ-তরুণী জরুরী প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে বেড়ে উঠছে। দিন দিন তাদের সাথে যুক্ত হচ্ছে আরো নতুন মুখ; যারা আগামীর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রস্তুত। এখন পর্যন্ত, লালকুড়ি বাংলাদেশ এ সামাজিক কাজে সহযোগিতা করছে- ১০০ এর বেশি তরুণ তরুণী; যাদের বেশিরভাগই- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে লালকুড়ি বাংলাদেশ- লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা জুড়ে "নারী স্বাস্থ্য সচেতনতা ও পিরিয়ড ক্যাম্পেইন" বাস্তবায়নের কাজ শুরু করেছে। সংগঠনের তরুণ- তরুণীরা মুলত সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন ক্যাম্পেইন নিয়েছে বলে জানিয়েছে। আজ ২২ এপ্রিল, তারা ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৫০ জন প্রান্তীক নারীদের মাঝে স্বাস্থ্য বার্তা পৌঁছে দিয়েছেন এবং সবাইকে বিনামূল্যে সেনোরা প্রদান করেছেন। লালকুড়ি বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা- মোঃ তাজুল ইসলাম ও জাহিদ হাসান বলেন- "উত্তরের বেশিরভাগ নারী এবং শিশুরা স্বাস্থ্য সমন্ধে অসচেতন। যার ফলে, এখানে নারীরা অপুষ্টি, জরায়ু ক্যানসারসহ বিভিন্ন জটিল সমস্যায় ভোগে। তাদের এই অসচেতনতা দূর করতেই আমরা কাজ করে যাচ্ছি। যদিও আমরা একটি ছোট সংগঠন, আমাদের ফান্ডিং ক্রাইসিস আছে, আমরা আমাদের নিজেদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আমরা যদি বড় পরিসরে ফান্ডিং পাই তাহলে আমারা হয়তো বড় পরিসরে দ্রুত আমাদের কার্যক্রম গুলো বাস্তবায়ন করতে পাবো। আমরা চাই, এই সমাজকে পরিবর্তন করতে। আমরা আশাবাদী যে- আমরা খুব শিঘ্রই ফান্ডিং নিয়ে বড় পরিসরে কাজ শুরু করবো এবং পিরিয়ড ও নারী স্বাস্থ্য বিষয়ক সামাজিক ট্যাবু গুলো ধীরে ধীরে ভাঙ্গতে সক্ষম হবো। আমাদের ১০০ এর বেশি তরুণ-তরুণী রয়েছে; যারা এই সমাজকে নিয়ে ভাবে, এই সমাজের জন্য কাজ করতে চায়, এটাই আমাদের মুল শক্তি।" "লালকুড়ি বাংলাদেশ" শিমুলবাড়ি ইউনিটের উপদেষ্টা- নুরু ইসলাম বলেন, "আমরা চাইনা আমাদের মা-বোন আগামীতে অসচেতনতা লালন করুক। তারা জরায়ু ক্যানসারসহ বিভিন্ন আত্মঘাতী মারণ রোগ লালন করুক।তরুণদের এই কর্মে পেয়ে আমি আনন্দিত এবং আমি সব সময় এমন ভালো কর্মের সাথে থাকতে চাই।" সভাপতি- মাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বুলবুল মিয়া বলেন, "আমরা নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করে যেতে চাই। আমরা চাই, মানুষের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে। তারুণ্যের শক্তিতেই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখতে চাই।" মুল প্রোগ্রামটির সহযোগিতায় ছিলেন- লিবা হেলথ কেয়ার এন্ড ক্লিনিক। শিমুলবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিরিয়ড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন- লালকুড়ি বাংলাদেশ এর শিমুলবাড়ি ইউনিটের অন্যতম উপদেষ্টা-জমশেদ আলী, নুর ইসলাম, পলাশ, সভাপতি- মোঃ মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক- বুলবুল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন- ডাক্তার- রফিকুল ইসলাম, জাহিদ হাসান ও তাজুল ইসলাম সহ লালকুড়ি বাংলাদেশ এর ভোলান্টিয়ারবৃন্দ।