জনপ্রিয়

লাখাইয়ে এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ২৯৩ জন পরিক্ষার্থী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

তথ্য সংগ্রহ: সালাহউদ্দিন সালেহী

লাখাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা -২০২৪ শুরু। সারাদেশের ন্যায় লাখাইয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট( এসএসসি) সমমানের পরীক্ষা দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। লাখাইয়ে ৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় ৩ টি মূল কেন্দ্র ও ২ টি ভ্যেনু কেন্দ্রে এ বছর ১ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও এর অধীন কালাউক উচ্চবিদ্যালয় এর ভ্যেনু কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৪৬ জন। বামৈ কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন মোড়াকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। ভ্যেনু কেন্দ্র কালাউক উচ্চবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ও হলসুপার প্রতাপ চন্দ্র বৈষ্ণব। রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৯৪ জন এর মধ্যে সাধারণ ৩৫৪ জন এবং এসএসসি ভোকেশনাল ৪১ জন। এ কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চন্দ্র জোয়ার্দার। ভ্যেনু কেন্দ্র বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিব আষাঢ়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমুল হাসান চৌধুরী ও হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন হোসাইন মোহাম্মদ ফয়সাল। উপজেলার একমাত্র দাখিল পরীক্ষার কেন্দ্র জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ আবু নাইম মোহাম্মদ জুনাইদ। এ কেন্দ্রে ১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা বলেন লাখাইয়ে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নকরণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত চলবে।

  • লাখাইয়ে এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ২৯৩ জন পরিক্ষার্থী