শিমুল হোসাইন
আজ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান , কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।