কুতুব উদ্দিন মোল্লা , ক্যানিং
সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল দাওয়াতে ইফতার মজলিস শুক্রবার। এদিনের দাওয়াতি ইফতার মজলিসে যোগদান করেন। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০০ মানুষ। এদিনের দাওয়াতে ইফতার অনুষ্ঠানটি পরিচালনা করেন। ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক আব্দুল হাকিম সাহেব। দাওয়াতে ইফতার মজলিস প্রসঙ্গে বলেন রায়দিঘি থানার আইসি মানষ চ্যাটার্জী।
ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে রোজদারদের জন্য। সমস্ত কিছুর আয়োজন করেছিলেন। এদিনের এলাকার প্রায় ৬০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ অন্যান্য গুণীজনরা এই ইফতার মজলিসে অংশগ্রহণ করেন। এদিন ইফতার মসজিদে উপস্থিত ছিলেন
ইফতার মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রায়দিঘি বিধানসভার বিধায়ক অলক জলদাতা, বিশিষ্ট সমাজসেবী ছাত্তার আলী মীর, মন্দিরবাজার ডিএসপি সুবীর কুমার বাগ, বিডিও নাজির হোসেন, জেলাপরিষদ সদস্য উদয় হালদার,পীরজাদা মাও: নূরুল্লাহ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভূষণ ভান্ডারী, রায়দিঘি থানার আইসি মানষ চ্যাটার্জী, মথরাপুর দু'নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শামসুল আলম শেখ প্রমুখ।