রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)। মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টায় এই পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনের সাংবাদকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলুর সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি লাবু হক। এ সময় রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক বলেন, আনুষ্ঠানিকভাবে আজকের এই দিনে স্বাধীনতা ঘোষণা হলেও, ১৯৪৮ সালে দেশভাগের পরে ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ৬৬ সালের ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার পরে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর আক্রমণ করার সুযোগ খুঁজতেছিল। ১৯৭১ সারের ২৬ শে মার্চ মধ্য রাতে তারা এ সুযোগের প্রয়োগ করে। ১৯৭১ সালে আজ থেকে যুদ্ধ শুরু হয়ে আগামী ৯ মাস যুদ্ধ চলমান থাকে। যেখানে আমাদের ৩০ লক্ষ শহীদ হন এবং দুই লক্ষ মা-বোন তাদের সম্মান হারান। এসব আত্মত্যাগের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটা প্রভাদ আছে যে, "স্বাধীনতা অর্জনের থেকে থেকে রক্ষা করা অনেক কঠিন"। এখন প্রশ্ন হলো, আমরা কতটুকু স্বাধীন? আমরা মিডিয়ায় কাজ করি, আমাদের মিডিয়া সেক্টর কতটুকু স্বাধীন? আমরা কি আসলেই প্রান্তিক লেভেল ঐ মানুষদের কথা তুলে ধরতে পারি? বাংলাদেশে অনেক অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং মেগা প্রকল্প থেকে অনেক কিছু লুট হয়ে যাচ্ছে। এ বিষয়গুলো আমরা আজ স্বাধীনভাবে কতটুকু আমাদের লেখনীর মধ্যে তুলে ধরতে পারছি? এটাই ভাববার বিষয়। আজকের এই দিনে আমি সবার প্রতি আহ্বান জানাবো, আমরা যারা মিডিয়া কর্মী আছি, আমাদের স্বাধীনভাবে কাজ করার জন্য তারা যেন সুযোগ করে দেয়। যেহেতু মিডিয়া একটি রাষ্ট্রের স্তম্ভ। সংবাদ কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বর্তমানে স্বাধীনতার ইতিহাস নিয়ে অনেক বিকৃতি আছে। আমরা সব সময় চেষ্টা করবো যেন আমাদের লিখার মাধ্যমে প্রত্যেকটা সত্য ইতিহাস যেন ফুটে ওঠে। আমরা যেন সচেতন থাকি। স্বাধীনতার ইতিহাসকে কেউ যেন বিকৃত করতে না পারে। কর্মসূচিতে রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও যুগ্ন-সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, প্রচার সম্পাদক ইবতেসাম শান্ত, কোষাধ্যক্ষ সোহাগ আলীসহ সাংবাদিকতায় শিক্ষানবিশ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৭১ সালে ২৬শে মার্চ প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেস যোগে স্বাধীনতার ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ৯মাস পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাঙালি মুক্তিযুদ্ধারা। ৩০ লাখ শহীদের এবং ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশকে স্বাধীন করে মুক্তিযোদ্ধারা।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়