রাবি প্রতিনিধি
“যুক্তির শাণিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল” এই শ্লোগানকে সামনে রেখে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’ ৯ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে “হোসেন শহীদ সোহরাওয়াদী স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব- ২০২৪”। আগামী ২৯শে ফেব্রুয়ারী, ২০২৪ বিকাল ৪ টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি হবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি মো. আল-আমিন বলেন, সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল, কেন্দ্রীয় সংগঠনসহ রাজশাহী অঞ্চলের মোট ২৪টি বিতর্ক সংগঠনের অংশগ্রহণের মধ্যদিয়ে ৯দিন ব্যাপি এ বিতর্ক উৎসব চলবে রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে। তিনি আরও বলেন, আগামী ৮ মার্চ, ২০২৪ বিকাল ৪ টায়, শহীদ মিনার মুক্তমঞ্চে চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে “হোসেন শহীদ সোহরাওয়াদী স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব- ২০২৪”। ২৪টি দলের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে দলীয় ট্রফি এবং ব্যক্তিগত সম্মাননা স্মারক তুলে দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ- উপাচার্য এবং সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ মহোদয়। মিডিয়া পার্টনারের কথা বলতে গিয়ে তিনি বলেন, “হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব- ২০২৪” এর টাইটেল স্পন্সর হিসেবে আছে জনপ্রিয় ইংরেজি শিক্ষা প্লাটফর্ম Enlish Moja। এছাড়া সার্বিকভারে সহযোগিতা করছেন REW PUBLICATIONS ও ‘ব ণি ক’ এবং মিড়িয়া পার্টনার হিসেবে আছে খবরের কাগজ, তর্কজাল ও RU INSIDERSI প্রসঙ্গত, ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করে উক্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা। দীর্ঘ তেরো বছর পথ পরিক্রমায় এ সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল বিতর্ক প্রতিযোগিতা ও নিয়মিত বিতর্ক চর্চা করে আসছে।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়