জনপ্রিয়

রাবিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতিকে সংবর্ধনা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি জনাব মিয়া মনসফকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪’র বাছাই পর্বের জন্য রাজশাহীতে সফরের অংশ হিসেবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল রাবি ক্যাম্পাস পরিদর্শনে আসলে তাকে এই সংবর্ধনা দেন রাবি শাখা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যরা। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিশ্ববিদ্যালয় শাখা সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাবি শাখা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে জনাব মিয়া মনসফকে রাবি শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় রাবি শাখা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ড. সুজন সেন ও সাধারণ সম্পাদক ড. ফারজানা রহমানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতিকে সংবর্ধনা