রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝুলন্ত অবস্থায় এক বহিরাগতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার হরিজন পল্লি সংলগ্ন এলাকার মেহগনি বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত সেই বহিরাগতের নাম ফারুক হোসেন (৩৮)। তার বাসা রাজশাহী জেলার চারঘাট থানার নন্দনগাছি উত্তর ভাটপাড়া এলাকায়। তিনি রাজশাহী নগরীতে বাদাম বিক্রি করতেন বলে জানা গেছে। মৃতের ছেলে আল আমিন বলেন, আমার আব্বা এটা করতে পারেনা। ওনি আপুর বাসায় বেড়াতে আসছিলো। এসে এমন হলো কেন বুঝতে পারছি না। আমার আব্বা ভালো মানুষ, লক্ষ্মীপুর বাজারে বাদাম বিক্রি করতো। জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, সন্ধ্যার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শন করেতে এসে দেখেন একটা ছোট গাছে ঝুলন্ত অবস্থায় ঐ ব্যাক্তির দেহ ঝুলছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সিআইডি আসে,তারা বিভিন্ন আলামত সংগ্রহ করতে থাকে। এরপর সাড়ে ১১ টার দিকে কয়েকজন ছেলে আসে। তাদের মধ্যে একজন লাশ দেখে বাবা বলে চিৎকার করে ওঠে। পরে ওর কাছ থেকে পরিচয় নিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়