অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮মার্চ বৃহস্পতিবার উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ১৯টি পরিবার পেল ঢেউটিন। জানা গেছে গত ১২মার্চ সন্ধ্যায় ১৯ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায় । এতে তাদের প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে তার প্রেক্ষিতে সরকারের ত্রাণ তহবিল থেকে রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন প্রদান করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,সহকারি কর্মকর্তা শাহনেওয়াজ ও উপকারভোগীরা। এছাড়াও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।